নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ আগরতলা, ২০ জুন৷৷ তেলিয়ামুড়া মহকুমা তিনটি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই গরু চোরের তাণ্ডব চলছে৷ একটা অংশের মানুষ গরু চোরের আতংকে দিন গুজরান করছে রাতের বেলা না ঘুমিয়ে৷ আজ ভোরের আলো ফোটার আগেই কল্যাণপুর এবং মুংগিয়াকামি থানাধীন উত্তর মহারানীপুর এডিসি আশারাম কোবরা এলাকায় গরু চোরের দল হানা দিলে এলাকাবাসীরা তাদেরকে সংঘবদ্ধভাবে আটক করে৷ তিনজনকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসীরা৷ পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনজনের৷
তিনি যুবককে আধমরা করে ফেলে রাখার খবর পেয়ে কল্যাণপুর থেকে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ছুটে গিয়ে রক্তাক্ত এবং আহত অবস্থায় উদ্ধার করে সোনামুড়ার রবীন্দ্রনগর এর ৩০ বছরের বিল্লাল মিয়া এবং সোনামুড়া রাঙ্গামাটিয়ার ২৮ বছরের জাহিদ হোসেনকে৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে জিবি হাসপাতাল রেফার করেন কর্তব্যরত চিকিৎসক৷ অন্যদিকে একই ঘটনায় অপর অভিযূক্ত ১৮ বছরের সাইফুল ইসলাম গণপ্রহারে গুরুতর আহত হয়৷ মুঙ্গিয়াকামি প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতাল স্থানান্তরিত করেন৷
সংবাদে জানা যায় ভোররাতে উত্তর মহারানী এলাকা থেকে সাতটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় আশারাম কোবরার এলাকাবাসীরা গাড়িটিকে আটক করে এবং গাড়িতে থাকা তিনজনকে গণধোলাই দিতে শুরু করে৷ এই গণধোলাই খেয়ে দুজন পালিয়ে যায় কল্যাণপুর থানার অধীন জঙ্গলে৷ অপর একজন ছুটে যায় আশারাম বাড়ি জঙ্গলে৷ পরে মুঙ্গিয়াকামি থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে৷
এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া এর নেতৃত্বে কল্যাণপুর এবং মুঙ্গিয়াকামি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷
ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানিয়েছে চোরের দল টিআর ০১ এএল ১৬৬২ নম্বরের গাড়ি দিয়ে গরু চুরি করে পালানোর সময় মহারানী পুর এলাকায় গ্রামবাসীরা তাদের আটক করলে, অবস্থা বেগতিক বুঝে গাড়ি ফেলে পালাতে গেলে স্থানীয়রা তাদের ধরে এবং উত্তম-মধ্যম দেয়৷ এদিকে আহত তিনজনকে মুঙ্গিয়া কামি এবং কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি জনের অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতলে রেফার করে দেয়৷ জি বি তে পৌঁছার আগে একজনের মৃত্যু হয় এবং বাকি দুজনের জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে সংবাদে জানা যায়৷
আজকের এই ঘটনা আবারো প্রমাণ করলো কল্যাণপুরের বিস্তীর্ণ অঞ্চলে পুলিশি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গরু চোরের দল তাদের অবৈধক সাম্রাজ্য বজায় রেখে চলেছে৷ অন্যদিকে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপ্রহার দিয়ে তিনজনকে প্রাণে মারার ঘটনায় বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
এদিকে, সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকায় ৩ জন সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা করছে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷ কয়েকজন যুবক একটি গাড়িতে করে চাম্পাহাওর থানা এলাকা থেকে গরু নিয়ে আসার সময় একদল উন্মত্ত জনতা গাড়িটি আটক করে তাদের পিটিয়ে গুরুতর আহত করে৷ অনেক পরে কল্যাণপুর থানা এবং মুন্সিয়াকামী থানার পুলিশ ৩ জনকে আগরতলা জি বি হাসপাতালে আনার পর তারা প্রাণ হারান৷ গরুচোর সন্দেহ করে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷
আইন হাতে তুলে নেবার অধিকার কারো নেই৷ যদি এই যুবকরা কোন অপরাধের সাথে জড়িত থেকে থাকে তাদের পুলিশের হাতে তুলে না দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা বিচারবহির্ভূত হত্যাকান্ড৷ বি জে পি-আই পি এফ টি জোট রাজত্বে আইনের শাসনের কোন অস্তিত্ব নেই৷ তাই এই গণহত্যাকান্ড সংঘটিত হতে পারল৷ রাজ্যে গত ৩ বছর ৩ মাসে ফ্যাসিস্টসুলভ রাজত্বে আরও কয়েকটি এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে৷
সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী এই বিচারবহির্ভূত গণহত্যাকান্ডে জড়িত সমস্ত আসামীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছে৷ এই গণহত্যাকান্ডের উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত এবং নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে দাবি জানাচ্ছে৷ আইনের শাসন পুনরুদ্ধারে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে অহ্বান জানাচ্ছে৷
এদিকে, এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তিপ্রা মথার চেয়ারম্যান তথা এডিসির কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ প্রদ্যুৎবাবু ট্যুইট করে বলেন, অবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷