চন্ডীগড়, ৪ জুন (হি.স.): শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ফের হাসপাতালের ভর্তি করা হয়েছে এশিয়ান গেমসে সোনাজয়ী মিলখা সিংকে। তবে, চিন্তার কোনও কারণ নেই, মিলখা সিং স্থিতিশীল রয়েছেন। শুক্রবার সকালে চন্ডীগড়ের স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (পিজিআইএমইআর)-এর কোভিড হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। অসুস্থ মিলখা সিংয়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিলখা সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।
শরীরে অক্সিজেন পরিমাণ কমতে থাকায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দৌড়বিদ মিলখা সিংকে। চন্ডীগড়ের স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (পিজিআইএমইআর)-এর কোভিড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় মিলখাকে। কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিলখাকে। পরিবারের অনুরোধে গত রবিবার ছেড়ে দেওয়া হয়েছিল মিলখাকে। ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে ভর্তি করা হয়।
শুক্রবারই ফোনে মিলখা সিংয়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর আশা ব্যক্ত করেছেন, টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের আশীর্বাদ ও অনুপ্রেরণা দিতে শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন মিলখা সিং। ৯১ বছরের মিলখার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মিলখার স্ত্রী নির্মল কৌরও হাসপাতালে ভর্তি। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। আইসিইউ-তে রয়েছেন তিনিও।
2021-06-04

