কলকাতা, ১ জুন (হি.স.): আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বাভাবিক ঘুম হচ্ছে, খাবারও খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এভাবেই সুস্থ হতে থাকলে খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ১৮ মে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল, পরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ২৫ মে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
মঙ্গলবার সকালে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সোমবার রাতে বুদ্ধদেবের ভাল ঘুম হয়েছে। খাবারও খেয়েছেন তিনি। তবে, বুদ্ধদেবকে বাইপ্যাপে রাখা হয়েছে। অক্সিজেনের পরিমাণও কমানো হয়েছে। মিনিটে ১-২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। শরীরে অক্সিজেনের মাত্রা এই মুহূর্তে ৯৫ শতাংশ। চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেবের রক্তচাপ স্বাভাবিক। রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক রয়েছে। তাঁর যে শুকনো কাশি হচ্ছিল, সেটাও অনেকটা কমেছে। সার্বিকভাবে বলাই যেতে পারে, আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
2021-06-01

