জাম গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ সোমবার সাত সকালে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু৷ মৃত যুবকের নাম মহিতোষ চৌধুরী (২৪)৷ বাড়ি গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের দুর্যোধন পাড়া৷ ঘটনার বিবরনে জানা যায় এদিন সকালে সে বাড়ির পাশে একটি জাম গাছে উঠে জাম পাড়ার জন্য৷

হঠাৎ গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে৷ প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে৷ তার আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷