রিও ডি জেনেইরো, ২২ মে (হি.স.): আগের দিনের তুলনায় কম হলেও, ব্রাজিলে ফের বাড়ল দৈনিক করোনা-সংক্ৰমণ। একইসঙ্গে বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমিত ২,১৩৬ জন রোগীর। সংক্রমণ ও মৃত্যুর মধ্যেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে ব্রাজিলে, এযাবৎ ব্রাজিলে করোনার থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৪২২,২০৯ জন।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার) ২,১৩৬ জনের মৃত্যুর পর ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৫২৭ জনের। ব্রাজিলে নতুন করে ৭৭,৫৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৫,৯৭৬,১৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪,৪২২,২০৯ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১০৭,৪২০ জন।