নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ রাজ্যে ১৮ উর্ধদের ভেকসিং দেওয়ার প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে৷ এদিন আগরতলা মোট ১২০০ জনকে এই টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিকাকরণের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক ডাঃ অভিজিৎ দাস৷
তিনি জানান এদিন ছয়টি জায়গায় টিকাকরণ কর্মসূচি রূপায়িত হয়েছে৷ সেগুলি হচ্ছে শিক্ষা ভবন, এমবিবি বিমানবন্দর, গোর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তার অফিস, ওএনজিসি আগরতলা, এসবিআই মেলারমাঠ এবং বিদ্যুৎ নিগমের প্রধান কার্য্যালয়৷ তিনি জানিয়েছেন অগ্রাধিকারের ভিত্তিতে এদিন টিকাকরণ করা হয়েছে৷ তিনি বলেন, ১৮ বছরের উর্ধদের টিকাকরণ প্রক্রিয়া জারি থাকবে৷ সেই সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও অব্যাহত থাকবে৷ তিনি বলেন, মুলতঃ দশ-পনেরটি স্লটে টিকাকরণ করা হচ্ছে৷ প্রতিটি স্লটে থাকছে ২০০ এর মত ডোজ৷ যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল তাদের আগে টিকাকরণ করা হচ্ছে৷