আগরতলা, ৮ মে (হি. স.)৷৷ ত্রিপুরায় যে পরিমাণ কোভিড সংক্রমণ হচ্ছে আজ পর্যন্ত, সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার বোধজংনগরে অক্সিজেন উতাদন কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এই মুহূর্তে ত্রিপুরায় যা সংক্রমণের হার সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেনের যোগান রয়েছে৷ সাড়ে চার হাজার অক্সিজেন সিলিন্ডার, সাড়ে সাতশ অক্সিজেন কনসেনট্রেটর ও সাড়ে সাতশ এ টাইপ সিলিন্ডার আমাদের হাতে রয়েছে৷ আরও অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷
জেলা ও মহকুমা হাসপাতালেও অক্সিজেন পরিকাঠামো সুদৃঢ় করা হয়েছে বলে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেছেন, এখনও পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার ৯২ শতাংশ৷ মুখ্যমন্ত্রী বলেন, গতকাল (শুক্রবার) আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে৷ টিকাকরণে আরও গতি সঞ্চারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ কম সময়ে বেশি টিকাকরণই রাজ্য সরকারের উদ্দেশ্য৷ তিনি জানিয়েছেন, আপাতত ৪৫-এর ঊধর্ে নাগরিকদের টিকাকরণ করা হচ্ছে৷ দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে৷ তা এসে গেলেই ১৮-ঊর্ধদের টিকা দেওয়ার কাজ শুরু হবে৷

