কলকাতা, ৭ মে (হি.স.): গত কয়েকদিন ধরে মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হচ্ছে, কখনও মেঘে ঢাকা যাচ্ছে আকাশ। মেঘ কাটতেই বাড়ছে গরম। এমতাবস্থায় স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড় হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
2021-05-07