তপশিলি জাতি নিয়ে সরব হলেন বিঘায়ক আশিষ দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ টিকিটের জন্য রাজনীতি করেন না আশিস দাস৷ জনস্বার্থে কাজ করাই হলো মূল লক্ষ্য৷ গত তিন বছরে মন্ত্রিসভায় কোন সম্প্রসারণ করা হয়নি৷ তপশিলি জাতির উন্নয়নের জন্য কোন মন্ত্রিত্ব পদ দেওয়া হয়নি৷ ফলে তপশিলি জাতির উন্নয়ন স্তব্ধ হয়ে আছে৷

এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে৷ বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ক্ষোভ উগড়ে দেন শাসক দলের বিধায়ক আশিস দাস৷ কারণ প্রতিবাদ ছাড়া আর কোনো পথ নেই৷ দেশ স্বাধীনতার পর থেকে তপশিলি জাতির মানুষ শিক্ষা, পানীয় জল, খাদ্য সহ সবধরনের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে৷