কলকাতা, ৬ মে (হি. স.): লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা কাঁটায় কি করা উচিত আর কি করা উচিত নয় সেই চিন্তায় নাজেহাল সকলে। গত বছর থেকে রাজ্য তথা দেশজুড়ে রাজ করছে অদৃশ্য এই ভাইরাস। সংক্রমণ কিছুটা ঠেকাতে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন বন্ধ থাকার জেরে সম্পূর্ণ ফাঁকা উল্টোডাঙ্গা চত্বর।
ট্রেন না চলায় চরম ক্ষোভ প্রকাশ করছে নিত্যযাত্রীরা। গতবছর করোনা আবহে এই সময় দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন করা হয়েছিল। এই বছর সম্পূর্ণ লকডাউন না হলেও। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। পাশাপাশি বাস মেট্রো ক্ষেত্রেও পরিষেবা অর্ধেক করে দেওয়া হয়েছে। বেশিরভাগ নিত্যযাত্রীরাই তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন পরিষেবাকে বেছে নিতেন। কিন্তু বৃহস্পতিবার থেকে ট্রেন না চলায় চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি ট্রেন না চলায় চেনা ছবি উধাও উল্টোডাঙায়। ট্রেন নেই যাত্রীও সেরম নেই। তবে অনেকেই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অটোকে বেছে নিয়েছেন। কিন্তু সেখানেও সমস্যা কারণ ৫০ শতাংশ গণপরিবহন চালানোর পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। যার জেরে সার দিয়ে যাত্রীরা অপেক্ষায় অটোর জন্য। ট্রেন বন্ধ অটো বাস সঠিকভাবে না মেলায় চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে।
2021-05-06