চামরাজানগর (কর্ণাটক), ৩ মে (হি.স.): বিগত ২৪ ঘন্টার ব্যবধানে কর্ণাটকের চামরাজানগর জেলা হাসপাতালে মৃত্যু হল ২৪ জন রোগীর। অক্সিজেনের অভাবে এবং অন্যান্য কারণে মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। এতজন রোগীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এই ঘটনায় তদন্তের নির্দেশে দিয়েছেন চামরাজানগর জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী এস সুরেশ কুমার।
সোমবার মন্ত্রী এস সুরেশ কুমার জানিয়েছিলেন, বিগত ২৪ ঘন্টার ব্যবধানে চামরাজানগর জেলা হাসপাতালে অক্সিজেনের অভাব ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। তাঁদের মধ্যে কয়েকজন করোনা রোগীও রয়েছেন। এই ঘটনায় চামরাজানগর জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনি মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন। চামরাজানগর জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী এস সুরেশ কুমার জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যদি কারও গাফিলতি মেলে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।