বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন বাংলার সচেতন নাগরিক : অখিলেশ যাদব

লখনউ, ২ মে (হি.স.): ডবল ইঞ্জিনের সরকারকে চাইল না বঙ্গবাসী। মমতাতেই ভরসা রেখেছেন বাংলার নাগরিক। বিজেপিকে দূরে সরিয়ে দেওয়ায় পশ্চিমবঙ্গবাসীকে অভিনন্দন জানিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। একইসঙ্গে অখিলেশ যাদব জানিয়েছেন, একজন মহিলাকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ। হ্যাশট্যাগে লিখেছেন ‘দিদি জিও দিদি’।
রবিবার টুইট করে পশ্চিমবঙ্গের জনগণ, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে অভিনন্দন জানিয়েছেন অখিলেশ। অখিলেশ টুইট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারানো সচেতন নাগরিক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা ও কর্মীদের হার্দিক অভিনন্দন। একজন মহিলার প্রতি বিজেপির অপমানজনক কটাক্ষ ‘দিদি ও দিদি’-র মোক্ষম জবাব দিল জনতা। দিদি জিও দিদি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *