করোনা-আক্রান্ত দিল্লির উপ-রাজ্যপাল, বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হলেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজল। শুক্রবার উপ-রাজ্যপাল নিজেই জানিয়েছেন, তাঁর করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরে কোভিডের মৃদু উপসর্গও রয়েছে। করোনা-আক্রান্ত হওয়ার পর এখন আইসোলেশনে রয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল। তিনি আশ্বস্ত করেছেন, আইসোলেশনে থেকেই দিল্লির কোভিড পরিস্থিতির দিকে নজর রাখবেন।


টুইট করে দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজল জানিয়েছেন, “মৃদু উপসর্গ রয়েছে এবং আমি করোনা-সংক্রমিত হয়েছি। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছি। বাড়িতে নিভৃতবাসে থেকেই দিল্লির সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখব।” উল্লেখ্য, গত মাসে দিল্লির উপ-রাজ্যপাল এবং তাঁর স্ত্রী করোনাভাইরাসের প্রথম দফার টিকা নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *