নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে প্রতি শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে পালনের ফলে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হয়েছে৷ এখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতি বুধবার এবং শনিবার ’মাস্ক এনফোর্সমেন্ট ডে’ পালন করা হবে৷
’মাস্ক এনফোর্সমেন্ট ডে’-তে বিভিন্ন মাধ্যমে, সংস্থা ও সামাজিক স্তরে মাস্ক/মুখাবরণ ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় সম্পর্কে সচেতনতা সৃষ্টি ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসন ’দ্য ত্রিপুরা এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস, ২০২০’ কঠোরভাবে কার্যকর করবে এবং সেই অনুযায়ী নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করবে৷ জেলা প্রশাসন পুলিশ এবং ভলান্টিয়ারদের নিয়ে জয়েন্ট ফ্লাইং স্কোয়াড গঠন করবে৷ এই ফ্লাইং স্কোয়াডই কোভিড-১৯ বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে৷ মুখ্য সচিবের অফিস থেকে এই সংবাদ জানানো হয়েছে৷