আমেরিকায় দৈনিক মৃত্যু বেড়ে ৯৫৪, করোনা-সংক্রমণও ঊর্ধ্বমুখী

ওয়াশিংটন, ২৯ এপ্রিল (হি.স.): আমেরিকায় ফের বাড়ল করোনার সংক্রমণ, একইসঙ্গে বুধবার সারাদিনে মার্কিন মুলুকে অনেকটাই বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যাও। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬,৬০৪ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৫৪ জনের। ফলে আমেরিকায় ৩২,৯৮৩,৬৯৫-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৯৫৪ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৩৩৭ জনের।
আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বুধবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৬০৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৯৫৪ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩২,৯৮৩,৬৯৫-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,৫৮৪,৭৪৭ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ লক্ষ ১০ হাজার ৬১১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *