কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা, নির্বাচন মানেই মৃত্যু! কিন্তু, ২১-এর বিধানসভা নির্বাচন সমস্ত ধ্যানধারণা বদলে গিয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে সাত দফার ভোট। বৃহস্পতিবার অষ্টম দফার ভোটেও তেমন অশান্তি হয়নি। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীকে কৃতিত্ব দিয়েছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর মিঠুন বলেছেন, “এমন শান্তিপূর্ণ ভোট কখনও হয়নি, বাহিনীকে ধন্যবাদ।”
গত মার্চ মাসে কলকাতার ভোটার তালিকায় নাম তুলিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তী কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ২৪৭ নম্বর বুথে গিয়ে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে মিঠুন বলেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। এ রকম শান্তিপূর্ণ ভোট আগে হয়নি। সমস্ত বাহিনীকে ধন্যবাদ জানাতেই হয়।’’
গত ৭ ফেব্রুয়ারি কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে পদ্মশিবিরে যোগ দেন মিঠুন। দীর্ঘদিন ধরেই মিঠুন মুম্বই বা তামিলনাড়ুর উটির বাসিন্দা। তবে বিধানসভা ভোটে প্রচারের জন্য গত দু’মাস ধরে রাজ্যেই রয়েছেন তিনি। কলকাতার ভোটার তালিকায় নামও তুলিয়েছিলেন মিঠুন। এবার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মহাগুরু।
2021-04-29