নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ এপ্রিল৷৷ শান্তিরবাজারের অলোইছড়া এলাকায় রাবার বাগান থেকে উদ্ধার এক সদ্যজাত শিশুর মৃতদেহ৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত অলোইছড়া এলাকায় জাতীয় সড়কের পাশ্ববর্তী রাবার বাগানে একটি ব্যাগ দেখতেপায় এলাকাবাসী৷ এইব্যাগ দেখে লোকজনের মধ্যে সন্দেহ জাগে৷
পরবর্তী সময় এলাকাবাসী দেখতেপায় ব্যাগের মধ্যে সদ্যজাত শিশুর মৃতদেহ৷ সদ্যজাত শিশুটি ছেলে বলে জানাযায়৷ ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ৷ পুলিশ গিয়ে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্যকরাগেলো৷
সকলের মধ্যে একটিই প্রশ্ণ জাগছে এই সদ্যজাত শিশু কারোর পাপের ফলনয়তো? ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীরা জানান এই সদ্যজাত শিশুর মা যদি শিশুটিকে লালন পালন না করতে পারতো তাহলে এলাকাবাসীর মধ্যে যে কেউকে দিয়ে দিলে উনারা লালন পালন করতো৷ এখন দেখার বিষয় সদ্যজাত শিশুটির কোনোপ্রকার পরিচয় জানাজায়কিনা৷