পাচারকালে নেশা সামগ্রী সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ এপ্রিল৷৷ পাচারকালে গাঁজাসহ পুলিশের জালে ধরা পরল দুই যুবক৷ ধৃতরা হলো কোভিদ হোসেন এবং ফজল হক৷ ঘটনা শনিবার ভোররাতে বিশালগড় থানাধীন চড়িলাম বাজার সংলগ্ণ একটি গলির মুখে৷ গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ এবং টিএসআর নিয়ে চড়িলামে এসে উৎপেতে বসে দুধ রঙের একটি টি আর ০১ এ এইচ ০৭২০নম্বরের সন্দেহভাজন গাড়িটি আগরতলা থেকে আসার পথে আটক করা হয়৷ গাড়িতে তল্লাশি চালিয়ে কুঁড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷

বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও৷ ধৃতদের বিরুদ্ধে পুলিশ ২০ বি(১১) সি, ২৫,২৯, ৩২ এনডিপিএস আ্যক্ট ধারায় মামলা রুজু করে৷ বিশালগড় থানায় মামলা নম্বর ২৮/২১৷ মামলার তদন্তকারী অফিসার ধৃতদের নামে ৫ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে বিশালগড় মহাকুমা আদালতে সোপর্দ করলে পুলিশের কাছে সিডি তলব করে তাদের একদিনের জেলহাজতের নির্দেশ দেয়৷ সোমবার ফের তাদের তোলা হবে আদালতে৷ এখন দেখার বিষয় পুলিশ তাদের জেরা করে অন্য কোন রহস্যের খোঁজ পায় কিনা৷