কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী সাধন পাণ্ডে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রী সাধন পাণ্ডেকে। তবে অল্পক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফিরিয়ে আনা হয় মন্ত্রীকে। আপাতত তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
সাধনের ঠিক কী হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। বুধবারই প্রতিষেধক নিয়েছিলেন সাধন। তারপর নির্বাচনী প্রচারেও বেরোন। বৃহস্পতিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট এবং গায়ে-হাতে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।