নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): করোনা মোকাবিলায় সেনাবাহিনীকে এগিয়ে আসার আবেদন জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ভারচুয়ালি সেনার তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজনাথ। ওই বৈঠকেই করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন দেশের প্রতিরক্ষামন্ত্রী ।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আর তার ধাক্কায় বেসামাল দেশ। দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে আড়াই লক্ষেরও বেশি। এহেন পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ভারচুয়ালি সেনার তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজনাথ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ডিজি। এদিনের আলোচনায় করোনা রুখতে প্রতিরক্ষা বিভাগের প্রস্তুতির দিকটি খতিয়ে দেখেন রাজনাথ সিং। পাশাপাশি, স্থানীয় প্রশাসনকে মদত দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। সেখানেই সেনার ৯৭টি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি, সেনাবাহিনীতে করোনা ভ্যাকসিন দেওয়া ও জরুরি ওষুধ মজুত করা ও তা বিতরণ নিয়ে আলোচনা হয় বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেশে করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। চলতি বছর ৫ এপ্রিল প্রথমবার ভারতে দৈনিক সংক্রমণ এক লক্ষের গণ্ডি অতিক্রম করেছিল। আর সপ্তাহখানেকের মধ্যেই তা ২ লক্ষ টপকে যায়। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজারের থেকেও বেশি। কিন্তু মঙ্গলবার সেই তুলনায় অনেকটা কমল সংক্রমণ। সাম্প্রতিক অতীতে এই প্রথম দৈনিক গ্রাফ নিম্নমুখী। তবে তা কমলেও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ল।