যান সন্ত্রাসে নিহত মহিলা, আহত স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ শুক্রবার সূর্যমনিনগর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা সব্রুম জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার৷ আহত হয়েছেন তার স্বামী৷ বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল সূর্যমনি নগর আগরতলার সাব্রুম জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর গুরুতরভাবে আহত হয়েছেন স্বামী৷


ঘটনার বিবরণে জানা যায় স্বামী- স্ত্রী বাইকে করে বিশালগড় এর দিক থেকে আগরতলার দিকে আসছিলেন৷ তাদের বাড়ি ওএনজিসি সংলগ্ণ এলাকায় বলে জানা গেছে৷ একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বাইক কে ধাক্কা দিলে বাইক নিয়ে ছিটকে পড়েন বাইকের চালাক৷ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার৷ বাইককে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস গাড়িটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়৷ ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজন ছুটে আসেন৷ খবর পাঠানো হয় পুলিশকে৷


খবর পেয়ে পুলিশের ছুটে এসে আহত বাইক চালক ও তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস গাড়ির চালকের দ্রুতগামী তা-ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ বাস গাড়ির পেছনে ছিল একে লরি৷ লরিটি সেখানে আটকে রাখা হয়েছে৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরিচালক এর কোন দোষ নেই৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথদুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷