BRAKING NEWS

দৈনিক মৃত্যু কমে ১,৭৩৮, ব্রাজিলে করোনা-সংক্রমণ খানিকটা বাড়ল

রিও ডি জেনেইরো, ১৩ এপ্রিল (হি.স.): ব্রাজিলে ফের খানিকটা বাড়ল দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ, পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ১ হাজার ৭৩৮ জনের প্রাণ। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,৮৬৬ জন, এর আগে রবিবার সারা দিনে সংক্রমিত হয়েছিলেন ৩৭,৫৩৭ জন। নতুন করে ৩৮,৮৬৬ জন সংক্রমিত হওয়ার পর ব্রাজিলে ৩ লক্ষ ৫৫ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ০৩১-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা খানিকটা বেড়েছে ব্রাজিলে, যদিও ৪০ হাজারের নীচেই রয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৩৮,৮৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৩,৫২১,৪০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১,৯৫৭,০৬৮ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১২,০৯,৩১০ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *