যুবতী খুন, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ কাঞ্চনপুরে নিহানবতী রিয়াং হত্যা মামলায় পুলিশ প্রদীপ ত্রিপুরা নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে৷ ধৃত ব্যক্তির বাড়ি ছাওমনুতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, গতকাল কাঞ্চনপুরের সাংহাটি ইকো পার্কে ওই যুবতীর মৃতদেহ পাওয়া যায়৷

মৃতার বাবা সচিন্দ্র রিয়াং কাঞ্চনপুর থানায় একটি হত্যা মামলা লিপিবদ্ধ করেন৷ এরই প্রেক্ষিতে পুলিশ আজ প্রদীপ ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে৷