সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ সাধারণ মানুষের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ রোধে রাজ্য সরকারের পক্ষ থেকে ’দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস ২০২০’ অনুযায়ী কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ এই বিধিনিষেধগুলি ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত কার্যকর থাকবে৷ এই বিধিনিষেধ অনুযায়ী পাব্লিক প্লেস/ কাজের জায়গায় অথবা যানবাহন চলাচল/ যানবাহন চালানোর সময় বাড়িতে তৈরী ধোয়া যায় এমন কাপড়ের মাস্ক অথবা যে কোন কাপড় দিয়ে নাক, মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷

পাব্লিক এবং বেসরকারি যানবাহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রেখে দোকান চালাতে হবে৷ দোকানের সামনে এক মিটারের কম জায়গায় একসঙ্গে একজনই থাকতে পারবেন৷ এক মিটারের বেশী এলাকা অথচ দুই মিটারের চেয়ে কম জায়গা থাকলে সেখানে একসঙ্গে দুজন থাকতে পারবেন৷ অবশিষ্টরা লাইনে এক মিটার দূরে দূরে দাঁড়াতে পারবেন৷ ক্রেতা, বিক্রেতা উভয়কেই মাস্ক পড়তে হবে৷ ওই এলাকা প্রতিদিন বাধ্যতামূলকভাবে স্যানিটাইজ করতে হবে৷


এই রেগুলেশন অনুযায়ী মাস্ক না পরা/ মুখ না ঢাকার জন্য প্রথমবার ২০০ টাকা এবং এরপর প্রতিবারের ক্ষেত্রে ৪০০ টাকা করে জরিমানা করা হবে৷ পাব্লিক এবং বেসরকারী যানবাহনে, বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখা না হলে এবং হোম কোয়ারেন্টাইনের নিয়ম-কানুন লঙ্ঘন করলে ১০০০ টাকা জরিমানা করা হবে৷ কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা এই সব বিধিনিষেধ অমান্য করলে আইপিসি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷