আগরতলা, ১ এপ্রিল (হি. স.)৷৷ বিলোনিয়া পুর পরিষদ-কে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের স্বচ্ছ সর্বেক্ষণের অধীনে দেশের মধ্যে ২০২০ সালের সিটিজেন ফিডব্যাক বিভাগে সেরা শহর হিসেবে ভূষিত করা হয়েছে৷ তাছাড়াও আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের স্বচ্ছ সর্বেক্ষণের অধীনে ২০২০ সালে উত্তর পূর্ব অঞ্চল বিভাগে পানিসাগর নগর পঞ্চায়েত পঞ্চম স্থান, ধর্মনগর পুর পরিষদ ষষ্ঠ স্থান, মোহনপুর পুর পরিষদ দশম স্থান এবং উদয়পুর পুর পরিষদ চতুর্দশ স্থান দখল করেছে৷
নগর উন্নয়নের দফতরের অধিকর্তা ড় সন্দীপ এন মাহাত্মে এই সংবাদ জানিয়ে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার নিরিখে ২০২১ সালেও দেশের ৪ হাজারেরও বেশি শহরে স্বচ্ছ সর্বেক্ষণের বাস্তবায়ন করা হচ্ছে৷ ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এটি একটি দেশব্যাপী পরিচ্ছন্নতামূলক মিশন৷ স্বচ্ছ সর্বেক্ষণ যা সারা দেশের নগর ও শহরগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত একটি সমীক্ষা৷ এই সমীক্ষায় যে শহর শ্রেষ্ঠ বিবেচিত হবে সেই শহরকে দেশের ক্লিনেস্ট সিটি হিসেবে ভূষিত করা হবে৷ রাজ্যেও সমগ্র মার্চ মাস জুড়ে স্বচ্ছ সর্বেক্ষণের অধীনে এটি রূপায়ণ করার প্রক্রিয়া চলছে৷ এই কর্মসূচিটি নগর স্থানীয় সংস্থা, রাজ্য সরকার এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় রূপায়ণ করা হয়েছে, বলেন তিনি৷
নগর উন্নয়ন দফতরের অধিকর্তা ড় সন্দীপ এন মাহাত্মে আরও জানিয়েছেন, পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতগুলির প্রধান লক্ষ্য হল নির্মল শহরের (ও ডি এফ) স্থিতি বজায় রাখা, মহিলা স্বসহায়ক দলের মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ, উৎস হতে বর্জ্য ব্যবস্থাপনা এবং পচনশীল বর্জ্য, অপচনশীল বর্জ্য, প্লাস্টিক বর্জ্য ও সংগৃহীত বজর্ে্যর শোধন এবং ই- বজর্ে্যর পুনর্ব্যবহার৷ অদূর ভবিষ্যতে শহরাঞ্চলগুলিতে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র এবং টার্শিয়ারি বর্জ্য শোধনাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে৷

