নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ মার্চ৷৷ ত্রিপুরায় ফের রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে নিখিল ভৌমিক(১৯)-র মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তদন্ত চলছে৷ সাতসকালে খোয়াই জেলায় তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল নার্সারি সংলগ্ণ দয়ারাম পাড়াস্থিত অম্পি রাস্তায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
পুলিশ জানিয়েছে, নিখিল তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকার বাসিন্দা ছিল৷ পেশায় রংমিস্ত্রি নিখিল গতকাল হোলি উপলক্ষ্যে রং খেলে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন৷ এরপর রাতে বাড়ি ফিরে আসেননি৷ রাতভর বাড়ি না আসায় তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেন৷ আজ সকালেই তার মৃতদেহ উদ্ধারের খবর পরিবারের লোকজন ছুটে আসেন এবং পুলিশেও খবর দেওয়া হয়৷
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ তার শরীরে, পায়ে এবং কোমরে আঘাতের চিহ্ণ রয়েছে এবং বা হাত ভেঙ্গে গেছে বলে পুলিশ জানিয়েছে৷ ফলে, তার মৃত্যু নিয়ে ধোয়াশা-র সৃষ্টি হয়েছে৷ পারিবারিক সুত্রে জানা গেছে, নিখিল প্রায়শই মদমত্ত অবস্থায় থাকতেন৷ তাই, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে কিনা বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷