নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অস্ত্রোপচার সফল হয়েছে । মঙ্গলবার দিল্লি এইমসে তাঁর বুকে অস্ত্রোপচার সফল হয়েছে বলে টুইট করে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে দ্রুত রাষ্ট্রপতির আরোগ্য কামনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী ।
৭৫ বছরের রাষ্ট্রপতি বুকে অস্বস্তি বোধ করায় গত ২৬ মার্চ শুক্রবার, ভারতীয় সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে হেলথ চেক আপ করান। তাঁকে সেখান থেকে পাঠানো হয় এইমসে। গত ২৭ মার্চ এক বিবৃতিতে রাষ্ট্রপতি দফতর থেকে বলা হয়, আজ অপরাহ্নে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিল্লির এইমস স্থানান্তরিত করা হয়েছে। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে ডাক্তাররা তাঁকে ৩০ মার্চ, মঙ্গলবার সকালে বাইপাস পদ্ধতিতে তাঁর অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সেই মত এইমসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আজ তাঁর বুকে অস্ত্রোপচার হয় । রাষ্ট্রপতি স্থিতিশীল রয়েছেন। এরপর আজ বিকালে অস্ত্রোপচার সফল হয়েছে বলে টুইট করে জানালেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এছাড়াও তিনি রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রাষ্ট্রপতির শরীর স্বাস্থ্য সম্পর্কে ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ নানা দলের রাজনৈতিক নেতারা।