ইম্ফল, ৩০ মার্চ (হি.স.) : মায়ানমার-র নাগরিক-দের মণিপুর-এ আশ্রয় দেওয়া যাবে না, স্বরাষ্ট্র দফতরের নির্দেশ-কে ঘিরে বিতর্কের জেরে আদেশ প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি ৫ টি জেলার ডেপুটি কমিশনার-দের ওই আদেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব এইচ জ্ঞান প্রকাশ।
গত ২৬ মার্চ মায়ানমার-র নাগরিক-দের মণিপুর-এ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব। তাতে, জেলা প্রশাসন-কে খাবার ও আশ্রয় দেওয়া জন্য শিবির না খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু রই নয়, নাগরিক সমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠন-কেও এধরনের শিবির না খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, গুরুতর আঘাতপ্রাপ্ত কিংবা অন্য কোন চিকিত্সা-র ক্ষেত্রে মানবিকতার খাতিরে সহায়তা করা যাবে। ওই আদেশ অনুসারে, কাউকেই মণিপুর-র শরণার্থী হিসেবে থাকার সুযোগ দেওয়া যাবে না, বরং তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা বিনম্রভাবে করতে হবে। এছাড়া, আধার নথিভুক্ত করণ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব চান্দেল, তেনগ্নৌপাল, কামজং, উখরুল এবং চুরাচন্দ্রপুর জেলায় ডেপুটি কমিশনার-কে ওই আদেশ দিয়েছিলেন। তাতে, তীব্র আলোড়ন সৃষ্টি হয়। বির্তকিত ওই আদেশ-কে ঘিরে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। ফোল্ব, তড়িঘড়ি ওই আদেশ প্রত্যাহার করে নেয় মণিপুর সরকার। স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব দাবি করেন, গত ২৬ মার্চ-র নির্দেশ-কে ঘিরে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। মানুষ ভুক বুঝছেন। ওই নির্দেশ বাতিল করে নতুন আদেশ নামায় তিনি বলেন, শুরু থেকেই মণিপুর সরকার মায়ানমার থেকে সেনা অভ্যুত্থানের ফলে রাজ্যে এসে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে মানবিকতার দৃষ্টিভঙ্গি অবলম্বন করছে। তাদের সমস্ত রকম সহায়তা প্রধান করা হবে। জাতীয় প্রেক্ষাপটে-র সামাঞ্জস্য রেখেই মণিপুর সরকার পদক্ষেপ নিয়েছে।