গুয়াহাটি, ৩০ মার্চ (হি.স.) : পঞ্চদশ অসম বিধানসভার দ্বিতীয় দফার সরব নির্বাচনি প্রচার আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সমাপ্ত হয়ে যাবে। ১ এপ্ৰিল অনুষ্ঠেয় রাজ্যের ১৩টি জেলার ৩৯টি আসনে মোট ৭৩,৪৪,৬৩১ ভোটার ৩৪৫ জন প্ৰাৰ্থীর ভাগ্য নিৰ্ধারণ করবেন। আজ দ্বিতীয় দফার ভোট-প্রচারে হাইপ্রফাইল নেতারা অসমে আসছেন। তাঁদের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ও জিতেন্র্ে সিং, কংগ্রেসের সর্বভারতীয় শীর্ষ নেতা রাহুল গান্ধী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া, বিজেপির অসমে নিয়োজিত কেন্দ্রীয় প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা অন্যতম। এছাড়া রয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, দলের অসম প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস প্রমুখ রাজ্য স্তরের সব নেতা।
অসম বিধানসভার দ্বিতীয় দফার নিৰ্বাচনের জন্য আজ সন্ধ্যা ৬.০০টায় সরব প্রচার বন্ধ হয়ে যাবে। তবে ইতিমধ্যে নিৰ্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে বাইক মিছিল বন্ধ করা হয়েছে। আগামী ১ এপ্ৰিল সকাল ৭.০০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোভিড প্ৰটোকল মেনে ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দফার ভোটে মোট ২৬ জন মহিলা প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা করবেন। এই দফায় সৰ্বাধিক ভোটার সংখ্যা হোজাইয়ে। হোজাই আসনে ২,৬৫,৮৮৬ জন ৪৪৯টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰে তাঁদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবেন। যে ৩৯টি আসনে ভোট হবে সেগুলি যথাক্রমে
করিমগঞ্জ জেলার অন্তর্গত ১ নম্বর রাতাবাড়ি (তফশিলি জাতি সংরক্ষিত
২ নম্বর পাথারকান্দি, ৩ নম্বর করিমগঞ্জ উত্তর, ৪ নম্বর করিমগঞ্জ দক্ষিণ, ৫ নম্বর বদরপুর, হাইলাকান্দি জেলার ৬ নম্বর হাইলাকান্দি, ৭ নম্বর কাটলিছড়া, ৮ নম্বর আলগাপুর, কাছাড় জেলার ৯ নম্বর শিলচর, ১০ নম্বর সোনাই, ১১ নম্বর ধলাই (তফশিলি জাতি সংরক্ষিত), ১২ নম্বর উধারবন্দ, ১৩ নম্বর লক্ষ্মীপুর, ১৪ নম্বর বড়খলা, ১৫ নম্বর কাটিগড়া, ডিমা হাসাও জেলার ১৬ নম্বর হাফলং (তফশিলি জনজাতি সংরক্ষিত), কারবি আংলং জেলার ১৭ নম্বর বোকাজান (তফশিলি জনজাতি সংরক্ষিত), ১৮ নম্বর হাওড়াঘাট (তফশিলি জনজাতি সংরক্ষিত), ১৯ নম্বর ডিফু (তফশিলি জনজাতি সংরক্ষিত), পশ্চিম কারবি আংলং জেলার ২০ নম্বর বৈঠালাংসো (তফশিলি জনজাতি সংরক্ষিত)।
কামরূপ (গ্রামীণ জেলা)-এর ৫৬ নম্বর কমলপুর, ৫৭ নম্বর রঙিয়া, নলবাড়ি জেলার ৫৯ নম্বর নলবাড়ি, ওদালগুড়ি জেলার ৬৪ নম্বর পানেরি (তফশিলি জনজাতি সংরক্ষিত), ৬৯ নম্বর ওদালগুড়ি (তফশিলি জনজাতি সংরক্ষিত), ৭০ নম্বর মাজবাট, দরং জেলার ৬৫ নম্বর কলাইগাঁও, ৬৬ নম্বর সিপাঝাড়, ৬৭ নম্বর মঙ্গলদৈ (তফশিলি জাতি সংরক্ষিত), ৬৮ নম্বর দলগাঁও, মরিগাঁও জেলার ৭৯ নম্বর জাগিরোড (তফশিলি জাতি সংরক্ষিত), ৮০ নম্বর মরিগাঁও, ৮১ নম্বর লাহরিঘাট, নগাঁও জেলার ৮২ নম্বর রহা (তফশিলি জাতি সংরক্ষিত), ৮৬ নম্বর নগাঁও, ৮৭ নম্বর বঢ়মপুর, হোজাই জেলার ৯০ নম্বর যমুনামুখ, ৯১ নম্বর হোজাই এবং ৯২ নম্বর লামডিং।
এদিকে রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবরে প্রকাশ, দ্বিতীয় দফার ভোট-ময়দানে ৩৪৫ জন প্ৰাৰ্থীর মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে অপরধজনিত মামলা চলছে। এই ৩৭ জনের মধ্যে গুরুতর অপরধজনিত মামলা চলছে ৩০ জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে বিজেপির ১১, কংগ্ৰেস এবং এআইইউডিএফ-এর পাঁচ, অসম জাতীয় পরিষদ (এজেপি)-র তিন, অসম গণ পরিষদ (অগপ)-এর দুই এবং একজন করে অল ইন্ডিয়া ফরওয়াৰ্ড ব্লক, সোশালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট) ও ইউপিপিএল-এর প্ৰাৰ্থী রয়েছেন।