লন্ডন, ২৯ মার্চ (হি.স) : কাতার বিশ্বকাপ কোয়ালিফায়ারের অন্য ম্যাচে আলবেনিয়াকে ২-০ হারিয়ে ছ’ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ইংল্যান্ড৷ বিশ্বকাপ কোয়ালিফায়ারে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ইংল্যান্ডও। নিজেদের দ্বিতীয় ম্যাচে আলবেনিয়াকে সহজেই হারায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২২ বিশ্বকাপের কোয়ালিফায়ারে ‘আই’ গ্রুপের ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে সহজ জয় পেয়েছে গ্যারেথ সাউথগেটের দল। ফিফা র্যাংকিংয়ের চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড গত বৃহস্পতিবার স্যান ম্যারিনোকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে।
বল দখলে ইংল্যান্ডে আধিপত্য ধরে রাখলে প্রথম ভালো সুযোগ পেয়েছিল আলবেনিয়া। তবে ৩৮ মিনিটে এগিয়ে যায় ইংরেজরা। শয়ের ক্রসে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে হেডে গোল করেন ক্যাপ্টেন হ্যারি কেন। তবে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ নষ্ট করেন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিল ফোডেনের বাঁ-পায়ের শট আটকে দেন আলবেনিয়ান গোলরক্ষক। তবে ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড।