শ্রীনগর, ২৯ মার্চ (হি.স.): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব বেড়েই চলেছে। এদের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে টাউনে, পৌর অফিসে জঙ্গি হামলায় প্রাণ হারালেন একজন কাউন্সিলর, মৃত্যু হয়েছে একজন পুলিশ কর্মীরও। এছাড়াও একজন কাউন্সিলর গুরুতর জখম হয়েছেন। সোমবার দুপুরে সোপোরে এলাকায় মিউনিসিপ্যাল অফিসে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) শফকত নাজির খান ও কাউন্সিলর রিয়াজ আহমেদ পীরের। গুরুতর জখম হয়েছেন কাউন্সিলর শামস-উদ্দিন পীর। শামস-উদ্দিন পীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুরে সোপোরে এলাকার পৌর অফিসে হামলা চালায় জঙ্গিরা। হামলার চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের গুলিতে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এসপিও শফকত নাজির খানের, মারা গিয়েছেন কাউন্সিলর রিয়াজ আহমেদ পীর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাউন্সিলর শামস-উদ্দিন পীর।