নবজাতক শিশুদের পরিচর্যা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মার্চ৷৷ কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন নয়াদিল্লি এবং ত্রিপুরা রাজ্য শিশু অধিকার কমিশনের যৌথ উদ্যোগে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবজাতক ও বাচ্চাদের চিকিৎসা ও সুরক্ষা বিষয়ক রাজ্য স্তরীয় এক কর্মশালার আয়োজন করা হয়৷ উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ৷

কেন্দ্রীয় শিশুর অধিকার সুরক্ষা কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরেশ শাহ৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের ও জিবিপি হাসপাতালে শিশু বিভাগের প্রধান ডাক্তার সঞ্জীব দেববর্মা৷ অনুষ্ঠানে ১৫০ জন প্রতিনিধি বিভিন্ন সরকারি দপ্তর, নার্সিং কলেজ ও এনজিও এর পক্ষ থেকে যোগদান করেন৷ তাছাড়া গত বৃহস্পতিবার একই স্থানে বিভিন্ন চাইল্ড কেয়ার হোমে থাকা বাচ্চাদের কাউন্সিলিংয়ের পদ্ধতি সংক্রান্ত একটি রাজ্য স্তরীয় কর্মশালার আয়োজন করা হয়েছিল৷ ঐ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ১৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ এবং বিভিন্ন সংগঠন থেকে আগত বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *