কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : তিনদিন কেটে গেলেও কলকাতা প্রেসক্লাবে হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থার সাংবাদিক ওম প্রকাশ সিং-র ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গত মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে একটি বেসরকারি সংস্থার সাংবাদিক সম্মেলন চলাকালীন আয়োজক সংস্থার এক সমর্থক-কর্মী সাংবাদিক ওম প্রকাশ-র ওপর হামলা করে বলে অভিযোগ। গোটা ঘটনায় পর খোদ আক্রান্ত সাংবাদিক ওম প্রকাশ সিং ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। তিনদিন কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে ময়দান থানার সঙ্গে যোগাযোগ করা হলে ময়দান থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অল ইন্ডিয়া একটা ফাউন্ডেশন নামে ওই আয়োজক সংস্থা কি জিজ্ঞাসাবাদের জন্য থানার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তের ছবি সংলগ্ন সমস্ত থানায় পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে এই ঘটনার নিন্দা করে সর্বভারতীয় দুটি সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে দোষী ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর মহাসচিব প্রসন্ন মহান্তি বলেন, কলকাতায় প্রেসক্লাব সাংবাদিকের উপর হামলার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এনইউজে সব সময় সাংবাদিক ও সংবাদকর্মীদের পাশে দাঁড়ায় এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে লড়াই করে। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য,গত মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থার সাংবাদিক ওম প্রকাশ সিং। অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশন এর ডাকা এক সাংবাদিক সম্মেলনে এদিন হাজির ছিলেন তিনি। আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্বে এই আক্রমণ ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর কলকাতা প্রেসক্লাব থেকে শুরু করে সাংবাদিক সংগঠনগুলো নিন্দা প্রকাশ করে।