মহারাজগঞ্জ বাজারে নেশা বিরোধী অভিযান পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমান দেশীমদসহ ২ জনকে আটক করেছে৷


গত কয়েকদিন ধরেই রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের মদ ও জুয়া বিরোধী অভিযান জোরদার করা হয়েছে৷
মঙ্গলবার সকালেও মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশমহারাজগঞ্জ বাজারের খান্না মার্কেট, ডিম পট্টি সহ বিভিন্ন এলাকায় মদ বিরোধী অভিযান চালায়৷ অভিযান চালিয়ে ১০০০ লিটার দেশী মদ উদ্ধার করেছে পুলিশ৷অবৈধভাবে রাজধানী আগরতলা শহরের অলিগলিতে দেশী মদ বিক্রি ও মজুদ করার দায়ে দু’’জনকে আটক করা হয়৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷মহারাজ কোন চকবাজার আউটপোস্ট এর ওসি মঙ্গেস পাটারি জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকাকে নেশা মুক্ত করার লক্ষ্যেই পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর ওসি মঙ্গেশ পাটারী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *