শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেলেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ মার্চ৷৷ শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেলেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন৷ উনাকে স্বাগত জানাতে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার সম্মুখে উপস্থিত ছিলেন কয়েকশো সমর্থিত কংগ্রেস নেতাকর্মী৷ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এর উপর প্রাণঘাতী হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগে পুলিশ গত ২১ শে জানুয়ারি আগরতলা বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল কংগ্রেস নেতা জয়দুল হোসেনকে৷মামলার পরিপ্রেক্ষিতে জয়দুল হুসেন অনুমানিক দুই মাস সময় জেলের গ্লানি টানতে হয়৷ পরে ১৭ ই মার্চ রাজ্যের উচ্চ আদালত থেকে জামিন পান কংগ্রেস নেতা, আইনজীবী জয়দুল হোসেন৷ সমস্ত আইনি জটিলতা শেষে রোজ শুক্রবার আনুমানিক দুপুর ৩ টা ১৫ মিনিট নাগাদ বিশালগড় কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পায়৷ উপস্থিত সমর্থকদের ভিড় লক্ষ্য করতে পেয়ে একসময় জয়দুল বাবু আবেগে দুচোখ বেয়ে অশ্রু জড়তে দেখা যায়৷


উনাকে ফুলের মালা দিয়ে বরণ করেন কংগ্রেস নেতা বিরজিত সিনহা ,রতন দাস, এন এস ইউ আই সংগঠনের সভাপতি সম্রাট রায় সহ কয়েকশো কংগ্রেস নেতাকর্মী৷ জেল থেকে বের হয়ে জয়দুল হুসেন একরাশ ক্ষোভ উগরে দেয় রাজ্যের বিপ্লব কুমার দেব সরকারের প্রশাসনের উপর৷ তিনি আরও জানান গত ১৭ই জানুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতির উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী৷ তার পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি উক্ত দিনে নাম-পরিচয় বিহীন সন্দেহমূলক ১০০ এর অধিক বিজেপি কর্মী জড়িত বলে মামলা দায়ের করেন৷ তার পরিপ্রেক্ষিতে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়৷ তবে পুলিশ মামলার গতিবিধি যে অন্যপথে ঘুরাতে সক্রিয়ভাবে কাজ করছে তা কিন্তু অনেক আগেই অনুমান করতে পারেন রাজ্যবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *