২৪ ঘন্টায় মৃত্যু ১,২৮৮ জনের, আমেরিকায় করোনা-সংক্রমণ বাড়ছেই

ওয়াশিংটন, ১৮ মার্চ (হি.স.): আমেরিকায় ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাও। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,৭৯৪ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,২৮৮ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,২৯৪,৭৯৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ২৮৮ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার ৬৪৯ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বুধবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৯৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১,২৮৮ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,২৯৪,৭৯৮-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,৪৪৭,২৭৫ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭২ লক্ষ ৯৬ হাজার ৮৭৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *