পাহাড় দখলের লড়াইয়ে ১৫৭ জন

আগরতলা, ১৭ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ আজ মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন তা চূড়ান্ত হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, একমাত্র আইএনপিটি ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল ঘোষণা অনুযায়ী প্রার্থীরা নির্বাচনে লড়ছেন৷ আইএনপিটি-র একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ কিন্তু কেন ওই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেন সে-বিষয়ে একাধিকবার দলের নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তারা বিষয়টি এড়িয়ে গেছেন৷


প্রসঙ্গত, আগামী ৬ এপ্রিল ত্রিপুরায় এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ২৮টি আসনে নির্বাচনে ১৮৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ স্ক্রুটিনি শেষে ১৮১ জনের মনোনয়ন পত্র সঠিক পাওয়া গিয়েছিল এবং চার জনের মনোনয়ন বাতিল করে বাকিদের কমিশন গ্রহণ করেছিল৷ আজ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ছিল৷ তাতে দেখা গেছে, ২৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ ফলে, ১৫৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷


রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, মনোনয়ন প্রত্যাহার শেষে বিজেপি-র ১৪ জন, সিপিআই-এর ১ জন, সিপিএম ২৫ জন, কংগ্রেস ২৮ জন, আইপিএফটির ১৭ জন, আইএনপিটির ৪ জন, অন্যান্য ৩০ জন এবং নির্দল প্রার্থী ৩৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ সিলাছড়ি-মনু বংকুল আসনে আইএনপিটি প্রার্থী ধন সেন ত্রিপুরা মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *