প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল মিগ-২১ এয়ারক্রাফ্ট, মৃত্যু পাইলটের

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ বাইসন এয়ারক্রাফ্ট। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য ভারতের একটি বায়ুসেনা ঘাঁটিতে। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা। বুধবার সকালে বায়ুসেনা ঘাঁটি থেকে কমব্যাট ট্রেনিং মিশনের জন্য টেক-অফের কিছু পরই ভেঙে পড়ে বিমানটি। 

ভারতীয় বায়ুসেনা বিবৃতিতে জানিয়েছে, বুধবার মর্মান্তিক দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা। কী কারণে দুর্ঘটনা। তা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *