শিলং, ১৭ মার্চ (হি.স.) : শুটিং শেষে শিলঙের পাট গুটিয়ে নিচ্ছেন আয়ুষ্মান খুরানা। সম্প্রতি নিজের ইস্টাগ্রাম অ্যাকাউন্টে এই কথা জানিয়ে আয়ুষ্মান বলেছেন, রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনি ‘অনেক’-এর শুটিং পর্ব শেষ হয়ে গেছে শিলঙে।
স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহা পরিচালিত ছায়াছবির শুটিং করতে বেশ কয়েকদিন শিলঙে কাটিয়েছেন আয়ুষ্মান ও তাঁর দল। আয়ুষ্মান ওই ইস্টাগ্রাম পোস্টে চলচ্চিত্রটির অভিনেতা অভিনেত্রী সমেত পুরো দলটির ছবি ও ভিডিও শেয়ার করেছেন। আয়ুষ্মান আরও জানিয়েছেন, চলচ্চিত্রটির শেষাংশের কাজ হবে দিল্লিতে। তিনি লিখেছেন, আমরা বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি যেখানে অন্য একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের কাজ শেষ করতে হবে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ ‘অনেক’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। ২০১৯ সালে বহু প্রশংসিত চলচ্চিত্র ‘আর্টিকল ১৫,’-এর পর অয়ুষ্মানকে নিয়ে এটি দ্বিতীয় চলচ্চিত্র পরিচালক অনুভবের। তাই আকাশছোঁয়া আশা নিয়ে বসে আছেন দলের সকল সদস্য।