নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): রহস্যজনক মৃত্যু হল বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার। বুধবার সকালে দিল্লির গোমতি অ্যাপার্টমেন্ট থেকে বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভিতর থেকে বন্ধ ছিল দরজা, ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি সাংসদের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মা আত্মঘাতী হয়েছেন। রাম স্বরূপ শর্মা হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ ছিলেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, সাংসদের একজন কর্মী ফোন করে পুলিশকে ডাকেন। ভিতর থেকে বন্ধ ছিল ঘরের দরজা। দরজা খুলতেই দেখা যায় ভিতরে ঝুলছে বিজেপি সাংসদের দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিজেপি সাংসদ আত্মঘাতী হয়েছেন। এদিন রাম স্বরূপ শর্মার মৃত্যুর খবর পাওয়ার পরই ছুটে যান কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
হিমাচল প্রদেশের মান্ডি জেলার জলপেহার গ্রামে ১৯৫৮ সালের ১০ জুন জন্মগ্রহণ করেছিলেন রাম স্বরূপ শর্মা। তিনি দু’বারের সাংসদ। মান্ডি লোকসভা কেন্দ্র থেকে ষষ্ঠদশ এবং সপ্তদশ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি।