বিশালগড়বাসি যুদ্ধ করতে পারে, আপস করতে জানে না : সাংসদ প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ মার্চ৷৷ ভারতীয় জনতা পার্টি বিশালগড় মন্ডল এর উদ্যোগে বিশালগড় মোটর স্ট্যান্ডে বাইপাস রোডে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে বিশালগড় মন্ডলের কর্তৃক উন্নয়নের বার্তা সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ প্রতিমা ভৌমিক৷


এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য, বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব, জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও বিশালগড় মন্ডল প্রভারি অমল দেবনাথ, আইনজীবী নিতাই শীল৷ বিশালগড় বাইপাস রোডে কানায় কানায় ছিল বিজেপি কার্যকর্তারা৷ জনসভায় ভাষণ রাখতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন৷ তিন বছরে কি কাজ হয়েছে সে সমস্ত বিষয়গুলি তিনি জনগণের সামনে তুলে ধরেন৷ বিশালগড়বাসি যুদ্ধ করতে পারে আপস করতে জানেনা৷ প্রত্যেক নাগরিক জানেন দিল্লি থেকে কত টাকা এসেছে কিন্তু বিগত সরকারের আমলে তা শুনা যায়নি৷ তার জন্যই আমাদের সরকার৷ কৃষকদের জন্য কিসান নিধি কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ আমরা ভাবতেও পারেনি জন জাতিদের পাহাড়ের উন্নতি বিপ্লব দেব এর নেতৃত্বে আঠারোটি একলব্য বিদ্যালয়, সিপাহীজলা জেলায় নবোদয় সুকল৷ আগামী জুলাই মাসের মধ্যে ১২ ঘন্টায় বাংলাদেশ দিয়ে কলকাতা যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ দিল্লি থেকে আগরতলা সরাসরি বিমান৷ মানিক সরকার শুধু বলেন রেগা রেগা৷ আগামী ৬ এপ্রিল আইপিএফটি সরকারের অধীনে নির্বাচনে প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন তিনি৷


অন্যদিকে, মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে বিজেপি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের বার্তা নিয়ে বিশালগড় মন্ডল এর উদ্যোগে বিশালগড় মোটর স্ট্যান্ড বাইপাসে এবং অন্যদিকে চড়িলাম মন্ডল এর উদ্যোগে সুতারমুড়া বাজার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়৷৷ চড়িলাম মন্ডল এর উদ্যোগে সুতারমুড়া বাজার মাঠে বিজিপি আইপিএফটি জোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন আমতলী ও গোলাঘাটি আসনের বিজেপির প্রার্থী বিশু দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন আইপিএফটি বিশ্রামগঞ্জ ডিভিশন এর সাধারণ সম্পাদক রামমোহন দেববর্মা৷ এছাড়া ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, চড়িলাম মন্ডল এর মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ৷


সুতারমুড়া জনসভা রাজ্যের উপমুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন যে কোন ধর্মই হোক ভারতীয় নাগরিকদের মধ্যে বিভেদ থাকা দরকার নেই সবার অধিকার এক৷ সরকারের সামনে সবাই এক৷ বিগত দিনে অনেক বত্তৃণতা শুনেছি বিজেপি ক্ষমতায় আসলে মাইনোরিটি থাকতে পারবে না৷ বিজেপি ক্ষমতায় আসলে মুসলিম ভাই দের চলে যেতে হবে৷ ভারতীয় জনতা পার্টি মানুষের উন্নতি তিন বছরের মধ্যে ৯ মাস বাদ লকডাউন অতি মারি করোনার ভয়ে ঘর থেকে বের হওয়া যায়নি৷ আর মাত্র ২বছর ৩মাস৷

তিনি আরো বলেন মা-বোনদের কাজে লাগাতে পারলে আগে বত্তৃণতা শুনতাম আমরা মহিলাদের জন্য টয়লেট মহিলাদের নামে প্রাইম মিনিস্টার আবাস যোজনা মহিলাদের নামে জনধন যোজনা৷ মা-বোনদের নামে আমরা বিশ্বাস করি সমাজের কোন অংশে বাদ দিয়ে উন্নতি করা সম্ভব নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *