লন্ডন, ১৬ মার্চ (হি.স.): প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লিতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু, বরিসের দেশে সেই সময় তাণ্ডব শুরু করেছিল করোনার নয়া স্ট্রেন। তাই ভারত সফরে আসতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাসের শেষেই ভারত সফরে আসতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থানীয় সময় অনুযায়ী সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল মাসের শেষে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার পর এটাই বৃষের প্রথম প্রধান আন্তর্জাতিক সফর হতে চলেছে।
গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে, প্রধান অতিথি হয়ে দিল্লিতে আসার কথা ছিল বরিসের, কিন্তু সে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি ও নতুন স্ট্রেনের বাড়বাড়ন্তের কারণে ভারত সফর বাতিল করেছিলেন বরিস। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের শেষে ভারতে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
2021-03-16