কলকাতা, ১৫ মার্চ (হি. স.) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকল কলকাতার অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়ার সংগঠনগুলি। সোমবার পথে নামবে না কোনও অ্যাপ ক্যাব। যার ফলে সপ্তাহ শুরুতে অসুবিধায় সাধারণ মানুষ।
মূলত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তার সঙ্গে কমিশন বাড়ানোর দাবিতে এই প্রতিবাদ। এদিন সকাল ৫ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ধর্মঘট পালন করবে কলকাতার তিনটি বেসরকারি অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের ফলে পথে নামবে না কোনও ক্যাব। কলকাতায় চলবে না প্রায় ২৫ হাজার অ্যাপ ক্যাব। তবে মহিলা নিরাপত্তার কথা মাথায় রেখে বিকেল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে কিছু সখ্যক গাড়ি। এদিন নিজেদের মধ্যে এক বৈঠকে সংগঠনগুলি আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে ধর্মঘটে লাগাতার হবে কিনা। এই বিষয়ে বেশ কিছুদিন আগেই একটি প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিল সংগঠনগুলি। সেই প্রতিবাদে ভালো সারা পাওয়ায় পুনরায় ধর্মঘটের কর্মসূচি নিয়েছে সংগনগুলি।