অনবদ্য রেকর্ড মিতালীর, এবার একদিনের আন্তর্জাতিকে টপকালেন ৭ হাজার রানের গণ্ডি

লখনউ, ১৪ মার্চ (হি.স.): চলতি দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে রেকর্ডে ধারা অব্যাহত ভারতের একদিনের অধিনায়ক মিতালী রাজের । এবার একদিনের আন্তর্জাতিকে ৭ হাজার রানের গণ্ডি টপকে যান মিতালী । রবিবার চতুর্থ একদিনের ম্যাচে ৪৫ রান করে একদিনের ম্যাচে ৭ হাজার রানের মাইলস্টোন পার করলেন মিতালী ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের চার ম্যাচে তিনটি অনবদ্য রেকর্ড গড়লেন মি্তালী রাজ। সিরিজের প্রথম ম্যাচে ভারতের একদিনের অধিনায়ক ক্যা তিন ফর্ম্যাট মিলিয়ে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়নে। তৃতীয় ম্যাচে প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন তিনি। এবার সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ৭ হাজার রানের গণ্ডি টপকে যান মিতালী। একদিনের আন্তর্জাতিকে ৭ হাজার রানের লক্ষ্যে পৌঁছতে তাঁর প্রয়োজন ছিল ২৬ রান। সিরিজের চতুর্থ ম্যাচে ৪টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ৪৫ রান করেন মিতালী।  ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও ৭ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি।

২১৩ ম্যাচের ১৯২ ইনিংসে ৭টি শতরান ও ৫৪টি অর্ধশতরান-সহ ৭০১৯ রান সংগ্রহ করেছেন মিতালী। যদিও মহিলা একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড আগেই নিজের দখলে রেখেছিলেন তিনি।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের শার্লট এটওয়ার্ডস। ১৯১ ম্যাচে ১৮০ ইনিংসে তিনি সংগ্রহ করেছেন ৫৯৯২ রান। তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক। ১১৮ ম্যাচের ১১৪ ইনিংসে তাঁর সংগ্রহে রয়েছে ৪৮৪৪ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *