বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,১৩ মার্চ৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৩৬ মাইলে পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দাবিতে আন্দোলনে শামিল হলেন গিরিবাসীরা৷ ভোটের মুখে পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে দীর্ঘ তিন ঘন্টা আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারো মুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় পথ অবরোধ করে রাখল এলাকার গিরিবাসী অংশের জনগণ৷


ঘটনার বিবরণে জানা যায়, ৩৬ মাইল এলাকার গিরিবাসী অংশের মানুষজন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল তাদের বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য৷ কিন্তু দপ্তর নীরব দর্শকের ভূমিকায়৷ ফলে শনিবার সকাল থেকেই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক পথ প্রায় তিন ঘন্টা অর্থাৎ সকাল ছয়টা থেকে বেলা নয়টা পর্যন্ত অবরোধ করে রাখেন৷ এতে অবরোধ স্থলের উভয় পাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটক পড়ে৷

তাতে দূভর্োগে পড়তে হয় ছোট-বড় যানচালক থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি গুলিকে৷ আটকা পড়া যাত্রীরা চরম দুভর্োগ পোহাতে বাধ্য হন৷জাতীয় সড়ক অবরোধ করে গিরিবাসীরা দাাবি জানান যতক্ষণ পর্যন্ত পানীয় জল এবং বিদ্যুতের নিশ্চয়তা না মিলবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন৷ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামি থানার ওসি অবরোধ স্থলে ছুটে আসেন৷তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন বিষয়টি তিনি ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন৷ মঙ্গিয়াকামি থানার ওসির সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা আপাতত জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন৷


প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের দ্রুত ব্যবস্থা করা না হলে তারা আবারও জাতীয় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷অবরোধকারীদের অভিযোগ মুঙ্গিয়াকামি থানার সাব ইন্সপেক্টররঞ্জিত দাস সাদা পোশাকে অবরোধ স্থলে এসে অবরোধকারীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন৷সাদা পোশাকে এসে এধরনের কাজ কর্মে লিপ্ত হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷তিনি সাদা পোশাকে এসে অবরোধ স্থলে ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *