কলকাতা, ১৩ মার্চ (হি.স.) : নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় মুখ্যসচিবের দেওয়া রিপোর্টে খুশি নয় নির্বাচন কমিশন। তাই ফের রিপোর্ট তলব করে অস্পষ্টতা কাটাতে বলা হয়েছে তাঁকে। শুক্রবার কমিশনকে দেওয়া ওই রিপোর্টে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বন্দোবস্ত ও ঘটনাক্রম বর্ণনা করা হলেও কী করে মুখ্যমন্ত্রী আহত হলেন তা স্পষ্ট করে কিছু লেখা নেই। সেই কারণ জানিয়ে শনিবার ফের রিপোর্ট দিতে বলেছে কমিশন।
শুক্রবার পেশ করা রিপোর্টে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রী বারবার সূচি বদল করায় তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে বেশ বেগ পেতে হচ্ছিল পুলিশ আধিকারিকদের। মুখ্যমন্ত্রী আহত হওয়ার সময় তাঁর কনভয়ের সঙ্গে ছিল বিশেষ নিরাপত্তা বাহিনী। ছিলেন মেদিনীপুরের ডিআইজি ও নন্দীগ্রামে ওসি।
ঘটনাক্রম উল্লেখ করে জানানো হয়, সেই সময় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে প্রচণ্ড ভিড় ছিল। রাস্তার পাশে ছিল একটি খুঁটি। গাড়ির দরজা চেপে মুখ্যমন্ত্রী আহত হন। তবে গাড়ির দরজা কী ভাবে চেপে গেল তার উল্লেখ নেই রিপোর্টে। এখানেই আরও স্পষ্টতা চেয়েছে কমিশন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট কমিশনকে জমা দিয়েছেন তা ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন এক শীর্ষ আধিকারিক। রিপোর্টের বিষয়বস্তু ব্যাখ্যা করতে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ওই আধিকারিক জানিয়েছেন, মুখ্যসচিব রাজ্যের তরফে যে রিপোর্ট জমা দিয়েছেন তা ত্রুটিপূর্ণ। তাতে ঘটনা কীভাবে হয়েছে, কারা এর পিছনে থাকতে পারে সেসব কিছু উল্লেখ নেই। রাজ্যের কাছে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে ভোটপ্রচারের সময় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তিনি দাবি করেন, চক্রান্ত করে তাঁর গাড়ির দরজা চেপে দিয়েছিলেন কয়েকজন। যাতে তাঁর পায়ে চাপ লেগে আহত হন তিনি। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী গাড়ির দরজা আংশিক খোলা রেখে মুখ বাড়িয়ে মানুষকে প্রণাম করতে করতে যাচ্ছিলেন। তখনই রাস্তার পাশে থাকা পোস্টে লেগে গাড়ির দরজা চেপে যায়।