মুম্বাই, ১৩ মার্চ (হি. স.) : এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আশিষ বিদ্যার্থী। ভর্তি হয়েছেন হাসপাতালে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের করোনার পজিটিভের কথা জানান তিনি।
নিজের শেয়ার করা এই ভিডিও বার্তায় আশিষ বিদ্যার্থী জানিয়েছেন, ‘ আমি কোভিড টেস্ট করতে দিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন চিকিৎসার জন্য দিল্লির হাসপাতালে যেতে হবে আমাকে। এছাড়াও আমি জানাতে চাই যে এই কদিন যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা সকলে যেন কোভিড টেস্ট করে। আমি আমার বাস্তবিক জীবনে ফিরে এসছি।’ মূলত তাঁর করোনা পজিটিভের কথা জানানোর পর থেকেই উদ্বিগ্ন বাড়ছে তাঁর ভক্তদের মধ্যে। কিছু মানুষ ইনস্টাতে তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।