রোম, ১৩ মার্চ (হি. স.) : ইতালিতে সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনার নয়া স্ট্রেন। এই পরিস্থিতি আবারও লকডাউনের পথে হাঁটতে চলেছে ইতালির সরকার।
ইতালি জুড়ে শুরু হতে চলেছে লকডাউন। আগামী সোমবার থেকে রাজধানী রোম থেকে বাণিজ্যিক রাজধানী মিলানের মতো বহু শহরেই কড়া হচ্ছে নিষেধাজ্ঞা। শিগগিরি দেশজুড়েই লকডাউন শুরু হয়ে যাবে। ইস্টারের সময় গোটা দেশই ফের ঘরবন্দি থাকবে বলে জানা গিয়েছে। দৈনিক সংক্রমণ ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে গত কয়েকদিন ধরেই। ফলে মানুষের মনে ফের ফিরতে শুরু করেছে আতঙ্ক। এদিকে জার্মানিতে শুরু হয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ। সেদেশের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল আগেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কেবল জার্মানি বা ইটালিই নয়, করোনার নয়া স্ট্রেন দাপট দেখাচ্ছে স্পেন, ব্রিটেন-সহ ইউরোপের অন্যান্য দেশেও। সেই তুলনায় অপেক্ষাকৃত ভাল অবস্থায় আমেরিকা। যদিও বাইডেন প্রশাসন দেশের মানুষকে লাগাতার জানিয়ে চলেছেন, বিধিনিষেধে ঢিলে দিলেই কিন্তু ফের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে চলেছে। সংক্রমণ বাড়তে শুরু করেছে ভারতেও। বিশেষজ্ঞরা সকলকে সতর্ক করে জানিয়েছেন, করোনার দাপট এখনও জারি রয়েছে। সাবধান না হলে ফের বিপদ বাড়বে
2021-03-13