সক্রিয় রোগী ১,৯১৮ জন, ২ বেড়ে তেলেঙ্গানায় করোনায় মৃত্যু ১,৬৫২

হায়দরাবাদ, ১৩ মার্চ (হি.স.): কখনও বাড়ছে, কখনও আবার কমছে। বিগত ২৪ ঘন্টায় তেলেঙ্গানায় করোনা-আক্রান্ত মাত্র ২ জনের মৃত্যু হয়েছে। তবে, সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১৬ জন। ফলে তেলেঙ্গানায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০০,৯৩৩ এবং এযাবত্‍ মৃত্যু হয়েছে ১,৬৫২ জনের।
স্বস্তি দিয়ে তেলেঙ্গানায় বাড়ছে সুস্থতার সংখ্যা, তেলেঙ্গানায় এই মুহূর্তে সুস্থতার সংখ্যা ২,৯৭,৩৬৩ জন। শনিবার সকালে তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, তেলেঙ্গানায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১৬ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যজুড়ে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ৩৬৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *