নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ মার্চ৷৷ একদিকে ত্রিপুরা রাজ্যের স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন দিনক্ষণ ঠিক হয়ে গেছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ বিভিন্ন পাড়ায় পাড়ায় চলছে প্রচার৷ অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের যারা সমস্ত রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷ এমন অনেক জায়গা আছে যেখানে এখনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা পৌঁছেনি বা এই গ্রামের খবর রাখেনি৷ এমনই একটি প্রত্যন্ত অঞ্চলের পাড়ার নাম হল কৃষ্ণমণি রিয়াল চৌধুরী পাড়া৷ ৪৮ মাইল এলাকায় ওই পাড়ায় ডায়রিয়ার প্রকোপ৷ আর এই ডায়রিয়ার প্রকোপের ফলে মারা যায় ওই এলাকার এক যুবক এবং ডায়রিয়ায় আক্রান্ত আরো অনেক৷
শুধু তাই নয় মৃত যুবকের শিশুকন্যাসহ তার স্ত্রীও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শোচনীয় অবস্থায়৷ খবর নেই এই এলাকার তথা তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের৷ উনি শুধু ব্যস্ত নিজের প্রাইভেট চেম্বারে নিয়ে৷ এলাকা থেকে উনাকে কোনভাবেই খবরা খবর দেওয়া যায়নি৷ শুধু তাই নয় ওই এলাকায় কর্মরত এম পি ডব্লিউ, আশা কর্মীরাও এক প্রকার হাল ছেড়ে বসে আছেন৷
জানা যায় মৃত যুবকের নাম অর্থ জয় রিয়াং৷ সে তার শ্বশুর বাড়িতেই থাকতো৷ তার এই অসুস্থতার খবর পেয়ে কৈলাসহর স্থিত তার পিতা চিকিৎসা করানোর জন্য কুলাই হাসপাতলে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ পরবর্তী সময়ে এই অসহায় পিতা মৃত ছেলেকে তার নিজ বাড়ি কৈলাসহরে নিয়ে যায়৷
অন্যদিকে মৃত যুবকের স্ত্রী খিরাবতী রিয়াং (২৫) ও তার ৭ বছরের শিশু কন্যা আশা রানী রিয়াং বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছে৷ যদিও এই খবর চড়াও হতেই মান বাঁচাতে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান৷ তাও দীর্ঘ ১০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর৷ এ বিষয়ে ওই এলাকারই এক যুবক অভিমুন্য দেববর্মা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে৷
স্বাস্থ্য বিষয়ক কোন ধরনের কর্মশালায় করা হচ্ছে না বেশ কয়েক মাস ধরে৷ টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না ওই এলাকার অসুস্থ রোগীরা৷ শুধু তাই নয় ১৮ মুড়া পাহাড় এর জুমিয়া পরিবারগুলো অনেক স্থানেই অসুস্থ হয়ে পড়ে আছে বিনা চিকিৎসায়৷ শুধুমাত্র টাকা পয়সার অভাবে চিকিৎসা কেন্দ্রে আসতে পারছে না৷ এমনটাই জানালেন এলাকার একাংশ জনগণ৷ এ কথা বলা বাহুল্য যে প্রতি বছরই এই শুখা মরশুম শুরু হতেই বিভিন্ন ধরনের জলবাহিত রোগ দেখা দিত ওইসব প্রত্যন্ত এলাকা গুলিতে৷